IQNA

ইসফাহানকে শীতের চিত্রপটে পরিণত করেছে শরৎকালীন তুষারপাত

ইকনা- ইরানের মধ্যাঞ্চলীয় ঐতিহাসিক শহর ইসফাহান গত শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) শরৎকালের প্রথম তুষারপাতে নতুন রূপ লাভ করেছে।
ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, হালকা তুষারপাত শহরের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোকে সাদা চাদরে ঢেকে দিয়েছে। “দুনিয়ার অর্ধেক” খ্যাত এই শহরে নীরব শ্বেত শোভা ছড়িয়ে পড়েছে, যা নাগরিকদের মনে আনন্দের জোয়ার এনেছে এবং রাস্তায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে।
এই অপ্রত্যাশিত শরৎকালীন তুষারপাত ইসফাহানকে যেন এক শীতের চিত্রকল্পে রূপান্তরিত করেছে।
 
captcha