IQNA

ভেনিজুয়েলার টেলিভিশনে ‘রাহবার এবং ছোট্ট মেয়ে’ ডকুমেন্টারি প্রকাশ

23:51 - February 11, 2016
সংবাদ: 2600270
আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার Vive টেলিভিশন চ্যানেলে ‘ইরানী সিনেমার দশক’ শিরোনামে অনুষ্ঠিত বিশেষ ‌এক অনুষ্ঠানের এক পর্যায়ে ‘রাহবার এবং ছোট্ট মেয়ে’ ডকুমেন্টারি সম্প্রচার করা হয়েছে।
ভেনিজুয়েলার টেলিভিশনে ‘রাহবার এবং ছোট্ট মেয়ে’ ডকুমেন্টারি প্রকাশ

বার্তা সংস্থা ইকনা: ইসলামি বিপ্লবের ৩৭তম বিজয় বার্ষিকী উপলক্ষে ভেনিজুয়েলার Vive টেলিভিশন চ্যানেলে ১ম ফেব্রুয়ারি থেকে ইরানী সিনেমার দশকশিরোনামে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। এ অনুষ্ঠান একাধারে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

Vive (WWW.Vive.gob.ve) টেলিভিশন চ্যানেলে প্রতিদিন রাত ৯টায় ইরানী চলচ্চিত্র সম্প্রচার করা হচ্ছে। ইরানী চলচ্চিত্র শেষ হলে ইরানে নির্মিত ডকুমেন্টারি সম্প্রচার করা হচ্ছে।

উক্ত টেলিভিশনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে ইরানের শহীদদের পরিবারবর্গের সাথে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাক্ষাৎকারের আলোকে নির্মিত রাহবার এবং ছোট্ট মেয়েডকুমেন্টারি জনপ্রিয়তার শীর্ষে স্থান লাভ করেছে।

ডক্টর দারিউশ রেজায়ি নেজাদ ২০১১ সালের ২৩শে জুলাই তেহরানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছিলেন। সর্বোচ্চ নেতা এই পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যান এবং সে সময় ধারণকৃত ভিডিওর মাধ্যমে শহীদ ডক্টর দারিউশ রেজায়ি নেজাদের শিশুকন্যা আরমিতা এবং সর্বোচ্চ নেতা নিয়ে নির্মিত হয়েছে রাহবার এবং ছোট্ট মেয়েডকুমেন্টারি।

উল্লেখ্য, ‘রাহবার এবং ছোট্ট মেয়েডকুমেন্টারিটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের Hispantv টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে স্প্যানিশ ভাষায় ডাবিং করা হয়েছে।

iqna

captcha