IQNA

গাজায় “ফ্ল্যাগ অ্যাম্বুশ” উদযাপন | ছবি

তেহরান (ইকনা)- গাজা উপত্যকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে দ্বিতীয়বর্ষ “ফ্ল্যাগ অ্যাম্বুশ” উদযাপন হয়েছে।

২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী খান ইউনুস এলাকায় প্রতিরোধ বাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটের উদ্যোগে ফিলিস্তিনের পতাকা স্থাপন করা হয় এবং সেই পতাকায় বোমা লাগানো হয়।

এই পতাকাটি প্রতিরোধ গোষ্ঠীর একজন মুজাহিদ ঐ স্থানে স্থাপন করেছিল। কিন্তু ইহুদিবাদি ইসরাইলি এক সেনা সেখান থেকে পতাকাটি তুলি নিয়ে বাকী সেনাদের দিকে প্রবেশ করে এবং পতাকায় থাকা বোমাটি ইসরাইলি সেনাদের মধ্যে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে ইহুদিবাদি ইসরাইলের ৬ জন সেনা হতাহত হয়।

captcha