IQNA

হজ মৌসুম ২০২০

তেহরান (ইকনা): জিলহজ মাসের শুরুতে মহান আল্লাহর ঘরে এহরাম বাধা (কাবাঘরের চার দেওয়ালে সাদা কাপড় বাধা) এবং জেদ্দার বাদশাহ আবদুল্লিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের প্রথম দল প্রবেশের সাথে সাথে ১৪৪১ সালের হজ মৌসুম শুরু হয়েছে। এই বছর মারাত্মক করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি সরকার মাত্র এক হাজার (সৌদি আরবে বসবাসকৃত) নাগরিক এবং অন্যান্য দেশে বসবাসকারী সৌদি নাগরিকদের উপস্থিতিতে হজ পালনের ব্যবস্থা করেছে। এবছরের এক হাজি জায়েফ আর-রহমান জাজন, তাবুক, আবিহা, রিয়াদ ও মদিনা পর পবিত্র মক্কা শহরে প্রবেশ করেন। এই শহরে প্রবেশের পর বর্তামানে তিনি কোয়ারান্টাইনে আছেন। কোয়ারান্টাইন শেষ হলে অষ্টম জিলহজে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছে।
captcha