IQNA

৮ মাস পর অস্ট্রেলিয়ার মসজিদে জুমা আদায়

0:02 - November 14, 2020
সংবাদ: 2611807
তেহরান (ইকনা): অবশেষে দীর্ঘ ৮ মাস পর অস্ট্রেলিয়ার মসজিদে জুমার নামাজ আদায় শুরু হয়েছে। প্রাণঘাতী করোনার কারণে এতদিন মসজিদের জুমার নামাজ আদায় বন্ধ ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেলবর্ন শহরের মেডোও হাইটস মসজিদে শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ গত ১৩ মার্চ মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। করোনার বিস্তাররোধে পুরো দেশে মসজিদে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়।

পার্থ-এর দক্ষিণাঞ্চলীয় উপশহরের আল রহমান মসজিদের ইমাম ইয়াহইয়া আবদেল ইবরাহিম এসবিএস নিউজকে বলেন, এটি অপ্রত্যাশিত ঘটনা। এর আগে এমন ঘটনা ঘটেনি। আমরা বিশেষ জরুরি অবস্থায় বাস করছি।
সূত্র: ইত্তেফাক

captcha