IQNA

আহমাদ আবুল কাসেমীর সুললিত কণ্ঠে সূরা ফাতাহ + ভিডিও

তেহরান (ইকনা): সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের খ্যাতনামা ক্বারি আহমাদ আবুল কাসেমী এক মাহফিলে সূরা ফাতাহ এবং ইনসান তিলাওয়াত করেছেন।

বিশ্বখ্যাত এই ক্বারি ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।

এই মাহফিলে সুললিত কণ্ঠের অধিকারী ক্বারি আহমাদ আবুল কাসেমীর কণ্ঠে সূরা ফাতাহের ৭ থেকে ১০ নম্বর আয়াত, সূরা ইনসানের ৫ থেকে ৯ নম্বর আয়াত এবং সূরা কাউছারের মনোমুগ্ধকর তিলাওয়াত করেছেন।

মনোমুগ্ধকর এই তিলাওয়াতটি নীচে তুলে ধরা হল:

 

 

সূরা ফাতাহের ৭ থেক ১০ নম্বর আয়াত


وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا ﴿۷﴾

নভোমন্ডল ও ভূমন্ডলের বাহিনীসমূহ আল্লাহরই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا ﴿۸﴾

আমি আপনাকে প্রেরণ করেছি অবস্থা ব্যক্তকারীরূপে, সুসংবাদদাতা ও ভয়
প্রদর্শনকারীরূপে।

لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ﴿۹﴾

যাতে তোমরা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং তাঁকে সাহায্য ও সম্মান কর এবং সকাল-সন্ধ্য ায় আল্লাহর পবিত্রতা ঘোষণা কর।


إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا ﴿۱۰﴾

যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব, যে শপথ ভঙ্গ করে; অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যেই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে; আল্লাহ সত্ত্বরই তাকে মহাপুরস্কার দান করবেন।

 

সূরা ইনসানের ৫ থেক ৯ নম্বর আয়াত


إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا ﴿۵﴾

নিশ্চয় পুণ্যকর্মশীল বান্দারা এমন পাত্র হতে পান করবে যা কাফূর মিশ্রিত।

عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا ﴿۶﴾

এমন একটি প্র¯্রবণ যা হতে আল্লাহর (পুণ্যকর্মশীল) বান্দাগণ পান করবে এবং তারা যেখানে ইচ্ছা তা প্রবাহিত করবে।

يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا ﴿۷﴾

তারা তাদের মানত পূর্ণ করে এবং সেই দিনের ভয় করে যেদিনের অকল্যাণ হবে বিস্তৃত।

وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا ﴿۸﴾

আর তারা তাঁর (আল্লাহর) ভালবাসায় অভাবগ্রস্ত, পিতৃহীন ও বন্দিকে আহার্য দান করে।

إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا ﴿۹﴾

(এবং বলে,) ‘কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদের আহার করাই; আমরা তোমাদের নিকট হতে কোন প্রতিদান চাই না, আর কৃতজ্ঞতাও নয়।

 

captcha