IQNA

লেবাননের ক্বারির সুললিত কণ্ঠে সূরা আলে ইমরান

তেহরান (ইকনা): আজ আমরা লেবাননের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি “হামজা মোনেম”-এর সুললিত কণ্ঠে সূরা আলে ইমরানের ১২৬ থেকে ১২৯ নম্বর আয়াতের মনোমুগ্ধকর তিলাওয়াত শুনবো।

وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ ﴿۱۲۶﴾

এবং এ (সাহায্য) আল্লাহ কেবল তোমাদের জন্য সুসংবাদ ও তোমাদের অন্তরসমূহের প্রশান্তির উপকরণস্বরূপ করেছেন; আর (এ তো স্পষ্ট যে,) সাহায্য সর্বদা মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতেই হয়ে থাকে।

لِيَقْطَعَ طَرَفًا مِنَ الَّذِينَ كَفَرُوا أَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوا خَائِبِينَ ﴿۱۲۷﴾

যাতে অবিশ্বাসীদের মূল কেটে দেন বা তাদের লাঞ্ছিত করেন যাতে তারা হতাশ হয়ে ফিরে যায়।

لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ ﴿۱۲۸﴾

(হে রাসূল!) এসব ব্যাপারে তোমার কোন হাত নেই যে, হয় তিনি তাদের তওবা কবুল করবেন অথবা তাদের শাস্তি দেবেন। কেননা, তারা অবিচারক।

وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ يَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ﴿۱۲۹﴾

যা কিছু আকাশম-লী ও পৃথিবীতে আছে সব আল্লাহর-ই, যাকে ইচ্ছা (ও উপযুক্ত মনে করেন) মার্জনা করেন এবং যাকে ইচ্ছা (ও তার উপযুক্ত হয়) সাজা দেন; বস্তুত আল্লাহ অতিশয় ক্ষমাশীল, অনন্ত করুণাময়।

captcha