IQNA

বিশ্বে ইরানী-ইসলামী স্থাপত্যের একটি বহিঃপ্রকাশ “তাবরিজ গ্র্যান্ড মসজিদ”

তেহরান (ইকনা): ইরানের তারবিজ শহরের “তাবরিজ গ্র্যান্ড মসজিদ” সেদেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। ঐতিহাসিক গ্রন্থসমূহে এই মসজিদটিকে “জামে মসজিদ” হিসাবে উল্লেখ করা হয়েছে। মসজিদটি নির্মাণের পর থেকে এর চারপাশে বাজার গড়ে উঠে।

এই সুন্দর নিদর্শনটি ইরানের অন্যতম জাতীয় নিদর্শন হিসেবে নিবন্ধিত হয়েছে।

captcha