করোনার পর হজ উদযাপন 			 		
 	 	 		তেহরান (ইকনা): করোনা ভাইরাসের বিস্তারের কারণে হজ পালনে নিষেধাজ্ঞা থাকার দুই বছর পর এখন বায়তুল্লাহ আল-হারামের ভক্ত-অনুরাগীদের ভিড় আগের চেয়ে বেশি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইসলাম প্রিয় মুসলমানেরা জাঁকজমকের সঙ্গে এবারের হজ উদযাপনের জন্য ওহীর দেশে রওনা হয়েছেন।