ফজর ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত
তেহরান (ইকনা): ইরানের আন্তর্জাতিক ক্বারি জাফর ফারদি ৪১তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে সূরা মুবারকাহ বাকারার ২৮৫ নম্বর আয়াত, সূরা মুবারকাহ ফজরের প্রথম পাঁচটি আয়াত এবং সূরা কাউসার তিলাওয়াত করেছেন।