IQNA

মক্কা-মদিনার প্রথম ইফতারে লাখো মুসল্লি

0:22 - March 28, 2023
সংবাদ: 3473530
তেহরান (ইকনা): পবিত্র মাসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজান মাসের প্রথম ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম দিনের ইফতারে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।
রমজানের প্রথম দিনে পবিত্র মাসজিদুল হারামে বিভিন্ন সেবা নেন ১০ লাখ ৩৭ হাজার মুসল্লি ও ওমরাহযাত্রী। এদিকে মসজিদে নববীর ইফতারে অংশ নেন দুই লাখের বেশি মুসল্লি। রোজাদারদের জন্য মসজিদ প্রাঙ্গণ ঘিরে ব্যবস্থা করা হয় হাজার সুফরা। এর উভয় পাশে বসে ইফতারে অংশ নেন সবাই।
 
মসজিদে নববীর ব্যবস্থাপনা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইফতার কার্যক্রম পরিচালিত হয়। মুসল্লিদের জন্য খাদ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করে সরবরাহ করা হয় ইফতারসামগ্রী। এতে থাকে খেজুর ও জমজমের পানি। পাশাপাশি হালকা খাবার হিসেবে থাকে দই, রুটি, কেক, কাহওয়া, চাসহ নানা সামগ্রী। রমজানে প্রতিদিন আছরের পর শুরু হয় ইফতার কার্যক্রম। নির্দিষ্ট স্থানে ইফতার আয়োজনের পর শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম। দ্রুততম সময়ে সুফরা ও বর্জ্য সরিয়ে তা নামাজের জন্য প্রস্তুত করা হয়। এরপর মসজিদ প্রাঙ্গণে অতিরিক্ত খাবার নিয়ে আর প্রবেশ করা যায় না।
 
 
এদিকে পবিত্র দুই মসজিদে রমজানের শেষ ১০ দিন ইতিকাফের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। নির্ধারিত সংখ্যা পূর্ণ হলে নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হবে। এদিকে পবিত্র রমজানে মসজিদুল হারামের পরিকল্পনা মতে এবার সেখানে দুই হাজার পাঁচ শজন ইতিকাফ করতে পারবেন। 
 
সূত্র : হারামাইন ওয়েবসাইট
 
captcha