IQNA

ডেনমার্কে কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান

0:50 - March 31, 2023
সংবাদ: 3473549
তেহরান (ইকনা): ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনী, ডেনমার্কের একটি চরমপন্থি গোষ্ঠী কর্তৃক পবিত্র কোরআনের অবমাননার তীব্র নিন্দা করেছেন।


সোমবার এক বিবৃতিতে নাসের কানআনী, পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনের অবমাননার মত গর্হিত কাজের তীব্র নিন্দা জানান।
কানআনী ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কুরআন এবং মুসলমানদের ধর্মীয় বিষয়ের অবমাননার ঘটনা পুনরাবৃত্তি ও বৃদ্ধি পাওয়ায় তাদের বিরুদ্ধে সতর্কবার্তা প্রদান করেন। এই ধরনের কর্মকাণ্ডে স্বঘোষিত মানবাধিকার রক্ষকদের নীরব থাকা নিয়েও তিনি নিন্দা জানান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলে যে, এই কাজগুলি মানুষের মধ্যে ঘৃণা ও চরমপন্থার পথ প্রশস্ত করে এবং সহিংসতাকে বৃদ্ধি করে। যা মানুষের শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্ব নিরাপত্তাকে বিপন্ন করে।
তিনি জোর দিয়েছিলেন যে মানবাধিকার রক্ষার অজুহাতে সাম্প্রতিক অবমাননার দিকে চোখ ফেরানো সর্বজনীন এবং প্রকৃত অধিকার বিলের সাথে সম্পূর্ণ বিরোধিতা।
কানআনী আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং অন্যান্য মুসলিম দেশগুলি আশা করে, ডেনমার্কের কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণ করবেন এবং এই ধরনের অসম্মানজনক কর্মকাণ্ড-গুলির অনুমতি প্রত্যাহার করবে যাতে বাক স্বাধীনতার অজুহাতে এই ধরনের আক্রমণাত্মক অনুষ্ঠানের পুনরাবৃত্তি রোধ করা যায়। 4130186

captcha