ইরানের দক্ষিণাঞ্চলে ঈদুল ফিতরের ঐতিহ্যবাহী আচার
তেহরান (ইকনা): ঈদুল ফিতরে খুজেস্তানের জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্য হল মায়ায়েদা বা ঈদুল ফিতরের আচার অনুষ্ঠান। খুজেস্তানবাসী বিশেষ করে আরব পাড়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর ছোট-বড় স্থানীয় এবং পারিবারিক দলে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে একে অপরের বাড়িতে যায় এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানায়।