IQNA

শত্রুর লক্ষ্য আলেমদের প্রতিষ্ঠানকে ধ্বংস করা

18:27 - May 05, 2023
সংবাদ: 3473701
তেহরান (ইকনা): তেহরানে জুমার নামাজের দ্বিতীয় খুতবাতে হুজ্জাতুল ইসলাম খাতামি বলেছেন: "শয়তানরা আলেমদের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাচ্ছে এবং ভার্চুয়াল স্পেসে কিছু লোকের নির্বুদ্ধিতা এই প্রতিষ্ঠানকে ধ্বংস করতে সাহায্য করছে।" আলেমগণ হচ্ছেন তাদের চোখে কাঁটা এবং গলায় বৃদ্ধ হাড়ের মতো। শত্রুদের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল আলেমদেরকে তার সঠিক অবস্থান থেকে পিছু হটানো।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, শত্রুদের নানা তৎপরতা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন সরকার এখন ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রতিযোগিতা শুরু করেছে। এটা ঈমানদারদের প্রতি আল্লাহর সাহায্য ও অনুগ্রহের নিদর্শন। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

আয়াতুল্লাহ খাতামি বলেন, 'আমরা যেখানেই থাকি না কেন, ধর্মের পথে অটল থাকতে হবে। তাহলে আল্লাহর সাহায্য আসবে।'

ইরানের তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, ইরান ও সিরিয়ার মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক বিস্তার ও গভীর হওয়া থেকে এটা স্পষ্ট সর্বোচ্চ নেতার প্রতিরোধের নীতি সফল হয়েছে। এক সময় যখন সবাই সিরিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন একমাত্র ইরান সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছিল। এটা ছিল সর্বোচ্চ নেতার সঠিক নীতির অংশ।

আয়াতুল্লাহ খাতামি বলেন, তুরস্ক ও সিরিয়ার প্রেসিডেন্ট ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানিয়েছেন। সবচেয়ে বড় কথা, মহান আল্লাহ নিজে জনগণের সেবকদেরকে ধন্যবাদ জানান। 4138649

captcha