IQNA

সৌদি আরবে আরবি ভাষা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

0:01 - June 09, 2023
সংবাদ: 3473851
সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে হরফ আরবি ভাষায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ৫ জুন দ্য কিং সালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আয়োজিত এ প্রতিযোগিতার চার ক্যাটাগরিতে মোট ১২ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
মূলত আরবি ভাষায় অনারব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং এ ভাষা চর্চায় উৎসাহ জোগাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬০টি দেশের ৭৫০ শিক্ষার্থী অংশ নেন।
 
 
ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও আইভরিকোস্ট থেকে সবচেয়ে বেশিসংখ্যক প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে কেবল ৫৬ জন চূড়ান্ত পর্বে অংশ নিতে সক্ষম হন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর চূড়ান্ত বিজয়ী হিসেবে ১২ জন নির্বাচিত হন। বিজয়ীদের এক লাখ সৌদি রিয়াল মূল্যের পুরস্কার দেওয়া হয়।
 
প্রতিযোগিতার চারটি ক্যাটাগরি হলো, আভিধানিক দক্ষতা, ভাষা ও প্রযুক্তি, গল্প বর্ণনা এবং গবেষণাপত্র। চার বিভাগে প্রথম স্থান অধিকার করেন যথাক্রমে উম্মুল কুরা ইউনিভার্সিটির ক্যামেরুন শিক্ষার্থী মুসা ইয়াকুব, কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির ইন্দোনেশিয়ান শিক্ষার্থী জাকারিয়া সিরিন, উম্মুল কুরা ইউনিভার্সিটির আফগান শিক্ষার্থী খালিদ সাফি এবং কাসিম ইউনিভার্সিটি মদিনার গিনি শিক্ষার্থী মোহাম্মদ সাকো।
 
আরবি ভাষা একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. আবদুল্লাহ বিন সালেহ আল-ওয়াশমি বলেন, অনারবদের আরবি ভাষা চর্চায় উৎসাহ দিতে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। আরবি ভাষার বিকাশ ও অ্যাকাডেমির লক্ষ্য অর্জনে তা অবদান রাখছে।
 
 
আরবি ভাষার শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরির মাধ্যমে অনুপ্রাণিত করা এবং নিত্য-নতুন সমস্যার সমাধান করা এর প্রধান লক্ষ্য। 
সূত্র : আরব নিউজ
captcha