ভিডিও | কারবালা পুরস্কার কুরআন প্রতিযোগিতায় সাইয়্যেদ রেজা নাজিবির তিলাওয়াত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ক্বারি সাইয়্যেদ রেজা নাজিবি ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে কারবালা পুরস্কার কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি শিরাজ শহরের শাহ চেরাগ (আ.)এর পবিত্র মাযারের ক্বারি হিসেবে সূরা নূরের ৩৫ থেকে ৩৭ আয়াত তেলাওয়াত করেন। মনোমুগ্ধকার তিলাওয়াতের ভিডিওটি দর্শকদের সামনে তুলে ধরা হলো।