IQNA

ক্বদর গ্রুপের "আসমা আল-হুসনা" প্রকাশ + ভিডিও

তেহরান (ইকনা): তাওয়াশিহ ক্বদর গ্রুপের সদস্যরা ইরানের বেশ কিছু কুরআন কর্মীকে নিয়ে আসমা আল হুসনা সম্পাদন করেছিলেন।

২০শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায়, জামারানের হোসাইনিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তাওয়াশিহ দলটিকে ইউনেস্কোর শান্তি ও বন্ধুত্বের দূত হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এই অনুষ্ঠানের শেষে, তাওয়াশিহ ক্বদর গ্রুপের সদস্যরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা একত্রে আসমা আল- হুসনা গেয়ে শোনান।

 

captcha