মসজিদুল হারামে হাজীদের প্রার্থনা
তেহরান (ইকনা): আল্লাহর গৃহে ভালবাসার মানুষের গোপন এবং প্রয়োজনের দৃশ্যগুলি দর্শনীয়। কাবার চারপাশে বিভিন্ন মুখ, বিভিন্ন ভাষা এবং বিভিন্ন বর্ণের মানুষ মহান আল্লাহকে ডাকছে। এখানে নারী-পুরুষের কোনো মানে নেই। সবাই এক মিছিলে আল্লাহর নাম গেয়ে তাঁর মাহাত্ম্যের প্রশংসা করেছেন।