তেহরান (ইকনা): ইমামগণ (আ.) বিভিন্ন হাদিসে বলেছেন: সূরা "ফজর" ইমাম হুসাইন (আ.)-এর ব্যাপারে নাযিল হয়েছে। সেই ভিত্তিতেই সাইয়্যেদুশ শোহাদ ইমাম হুসাইন (আ.)-এর বিপ্লব ও শাহাদাত প্রভাতের মতো অন্ধকার সময়ে জীবন ও আন্দোলনের উৎস হয়ে ওঠে।

ইসলামী বিশ্বের বিখ্যাত ক্বারি আব্দুল বাসিত মুহাম্মদ আব্দুল সামাদের কণ্ঠে সূরা ফজরের তিলাওয়াতটি নীচে তুলে ধরা হল: