IQNA

মাহমুদ শাহাত আনোয়ারের সুললিত কন্ঠে সূরা আনাম তিলাওয়াত

মিশরের তরুণ এবং বিশিষ্ট ক্বারি মাহমুদ শাহাত আনোয়ার সম্প্রতি সূরা আনআমের ৫৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন এবং এই তিলাওয়াতের ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ

এবং তাঁর নিকট অদৃশ্যের সমস্ত চাবিকাঠি, তিনি ভিন্ন অন্য কেউ তা জানে না। এবং জলে-স্থলে যা কিছু আছে তা তিনি অবগত। তাঁর অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। অন্ধকারাচ্ছন্ন ভূমির অন্তরালে এমন একটি শস্যদানাও নেই এবং এমন কোন রসযুক্ত ও শুষ্ক বস্তু নেই যা (যার বিবরণ) স্পষ্টকারী গ্রন্থে (লওহে মাহফুজে লিপিবদ্ধ) নেই। 

captcha