IQNA

আবদুল বাসিতের কন্ঠে "সূরা ফাজর" তিলাওয়াত

তেহরান (ইকনা): মাসুমিন (আ.) বিভিন্ন রেওয়ায়েতে বর্ণনা করেছেন যে, সূরা "ফাজর" ইমাম হোসাইন (আ.)-এর শানে নাযিল হয়েছে। সেই ভিত্তিতেই ইমাম হোসাইন (আ.)-এর বিপ্লাব ও শাহাদাত প্রভাতের মতো অন্ধকার সময়ে জীবন ও আন্দোলনের উৎস হয়ে ওঠে।

ইসলামী বিশ্বের খ্যতনামা ক্বারি আবদুল বাসিত মুহাম্মদ আবদুল সামাদ-এর কণ্ঠে সূরা ফাজরের তিলাওয়াত নীচে শুনতে পাবেন।

captcha