IQNA

গাজায় ১৪৭১ হাফেজের কুরআন খতম মাহফিলে অংশগ্রহণ

ফিলিস্তিন (ইকনা): ফিলিস্তিনের গাজা অঞ্চলের দুটি মসজিদে ‘সাফওয়াতুল হুফফাজ’ প্রকল্পের দ্বিতীয় বর্ষের কুরআন পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একটি মসজিদে ছেলে ও অন্যটিতে মেয়েরা কুরআন শোনান। এই অনুষ্ঠানে ১৪৭১ জন পুরুষ এবং মহিলা হাফেজ অংশগ্রহণ করেছেন।

 

captcha