IQNA

আহমাদ আবুল কাসেমীর কণ্ঠে সূরা কাহাফ ও আহকাফের মনোমুগ্ধকার তেলাওয়াত + ভিডিও

তেহরান (ইকনা): আন্তর্জাতিক ক্বারী আহমেদ আবুল কাসমী তেহরানের শেখ ফজলুল্লাহ নুরি মসজিদে সূরা কাহাফের ১০৭ থেকে ১১০ আয়াত এবং সূরা আহকাফের ১৩থেকে ১৬ আয়াত তেলাওয়াত করেন।

 
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا ﴿۱۰۷﴾
(১০৭) নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের আতিথেয়তার জন্য রয়েছে ফিরদাউসের উদ্যানসমূহ। 
 
خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا ﴿۱۰۸﴾
(১০৮) সেখানে তারা চিরস্থায়ী হবে এবং তার পরিবর্তনের আকাক্সক্ষাও করবে না। 
 
قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّی لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا ﴿۱۰۹﴾
(১০৯) তুমি বল, ‘আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্রও কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে; যদিও এর সাহায্যার্থে আমরা তদ্রƒপ আরও (সমুদ্র) নিয়ে আসি।’ 
 
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ﴿۱۱۰﴾
(১১০) তুমি বল, ‘(দৈহিক দৃষ্টিতে) আমি তো তোমাদের মতই মানুষ, (তবে আত্মিক উৎকর্ষ ও ঐশী ধারণক্ষমতার অধিকারী হওয়ার কারণে) আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, আমার ও তোমাদের উপাস্য কেবল এক অদ্বিতীয় উপাস্য।’ সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাতের আশা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের উপাসনায় কাউকে তাঁর অংশী না করে।
captcha