IQNA

আলি রেজা আতিক জাদেহের কণ্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত + ভিডিও

তেহরান (ইকনা): আলি রেজা আতিক জাদেহ ইরানের উদীয়মান এক ক্বারি। সম্প্রতি তিনি ইরানের নূর কুরআনিক কাফেলার সাথে হজ পালন করেছেন। মসজিদুন নববী এবং জান্নাতুল বাকীর মধ্যবর্তী স্থানে তিনি সূরা ফাতহের ২৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
captcha