বোমা হামলার কয়েক ঘণ্টা পর গাজার আল-মুআমদানি হাসপাতালের হৃদয়বিদারক ছবি
গাজা (ইকনা): একটি জঘন্য অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সেনাবাহিনী গতকাল রাতে গাজার আল-মুআমদানি হাসপাতালে বোমাবর্ষণ করেছে। এই নৃশংস হামলার আগে ইহুদিবাদী কর্তৃপক্ষ হামলা ফিলিস্তিনিদের হাসপাতালে আশ্রয় নিতে বলেছিল।