গাজার মুসলমানদের হত্যাযজ্ঞের পর ইমাম রেজা (আ.)-এর মাজারের গম্বুজের পতাকা পরিবর্তন
মাশহাদ (ইকনা): ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধ এবং গাজার আল-মুআমদানি হাসপাতালে মুসলমানদের হত্যার সাথে সাথে ১০ই অক্টোবর বুধবার সকালে ইমাম আলি ইবনে মুস আর-রেজা (আ.)-এর পবিত্র মাজারের গম্বুজের শোক পতাকা উত্তোলন করা হয়।