অডিও | সাইয়্যেদ জাবেদ হোসাইনির সুললিত কণ্ঠে তিলাওয়াত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক ক্বারী সাইয়্যেদ মোহাম্মদ জাবেদ হোসেইনী মোতাহার সম্প্রতি ইমাম রেজা (আ.)এর পবিত্র মাজারে সূরা "ইনসান"এর ১ থেকে ১৮ নম্বর আয়াত এবং সূরা "যিলযাল" এর আয়াতও তিলাওয়াত করেছেন। তার এই তিলাওয়াত ইকনার শ্রোতাদের সামনে উপস্থাপন করা হল।