ইকনা- কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে মিশরের প্রসিদ্ধ ক্বারি "মানশাবী"এর সুললিত কণ্ঠে সূরা আলে ইমরানের ১৭৩ নম্বর আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:
সূরা আলে ইমরান, আয়াত: ১৭৩

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে মিশরের প্রসিদ্ধ ক্বারি "মানশাবী"এর সুললিত কণ্ঠে সূরা আলে ইমরানের ১৭৩ নম্বর আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ﴿۱۷۳﴾
(এরাই হল) তারা যাদের লোকেরা বলেছিল যে, নিশ্চয় লোকজন (শত্রুরা) তোমাদের বিরুদ্ধে (যুদ্ধের জন্য) সমবেত হয়েছে। সুতরাং তাদের ভয় কর, (কিন্তু ভয়ের স্থলে) এটা তাদের বিশ্বাস আরও বৃদ্ধি করল এবং তারা বলল, ‘আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্ম বিধায়ক!’
সূরা আলে ইমরান, আয়াত: ১৭৩