IQNA

সালাওয়াতের মধ্যে তাবার্রা ও তাওল্লা

ইকনা- «اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ عَجِّلْ فَرَجَهُمْ‏ وَأهلِک أعْداءَهُم أجْمَعِینَ» "আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়া আহলিক আ'দায়াহুম আজমা'য়িন" এই সালাওয়াতের মধ্যে তাবার্রা ও তাওল্লার রয়েছে এবং পার্থিব ও আখিরাতের অনেক বরকত ও নেয়ামত রয়েছে। [শেখ জাফর আগা মোজতাহদী (রহঃ), লাহুতিয়ানের উপস্থিতিতে, 2, পৃ.]

সালাওয়াতের মধ্যে তাবার্রা ও তাওল্লা

captcha