IQNA

জীবনের জন্য আয়াত: আপনি পরকালের জন্য কি করেছেন?

ইকনা- হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং প্রতিটি সৎ ব্যক্তিকে বিচার দিবসের জন্য কী পদক্ষেপ নিতে হবে তা দেখ এবং আল্লাহকে ভয় কর, কেননা তিনি তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে অবগত।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

হে বিশ্বাসিগণ! আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তির চিন্তা করে দেখা উচিত যে, সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে। আল্লাহকে ভয় কর; নিশ্চয় আল্লাহ তোমরা যা কর সে সম্পর্কে সম্যক অবহিত। 
সূরা হাশর, আয়াত: ১৮

জীবনের জন্য আয়াত: আপনি পরকালের জন্য কি করেছেন?

captcha