IQNA

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের বানাবে কোরআনের বৈঠক

ইকনা- ইরানের জাতীয় কোরআন প্রতিযোগিতার ৪৭তম রাউন্ড চলাকালীন সময়ে, পূর্ব আজারবাইজান প্রদেশের বানাব শহরে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেদী গোলামনেজাদ সহ শীর্ষস্থানীয় ক্বারিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মাহফিলে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে।

captcha