IQNA

জান্নাতী সুর

ভিডিও | "ইউনুস শাহমোরাদি"এর সুললিত কণ্ঠে তিলাওয়াত

ইকনা- নীচে ইরানের আন্তর্জাতিক ক্বারি ইউনুস শাহমোরাদীর সূরা আল-বাকারার ২৮৬ নম্বর আয়াতের তেলাওয়াতের একটি অংশ তুলে ধরা হল।

নীচে ইরানের আন্তর্জাতিক ক্বারি ইউনুস শাহমোরাদীর সূরা আল-বাকারার ২৮৬ নম্বর আয়াতের তেলাওয়াতের একটি অংশ তুলে ধরা হল।

رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক।

 

captcha