ইকনা- নিচে কুরআনের সূরা যুমার (আয়াত ৭৪)–এর বাংলা অনুবাদ দেওয়া হলো, যা ক্বারি মেহেদি গোলামনেজাদের তিলাওয়াত করেছেন।

নিচে কুরআনের সূরা যুমার (আয়াত ৭৪)–এর বাংলা অনুবাদ দেওয়া হলো, যা ক্বারি মেহেদি গোলামনেজাদের তিলাওয়াত করেছেন।
وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ ﴿۷۴﴾
"আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছেন এবং আমাদেরকে এই ভূমি (জান্নাত) এর উত্তরাধিকারী করেছেন, যাতে আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করতে পারি। কতই না উত্তম কর্মীদের প্রতিদান!"
সূরা যুমার – আয়াত ৭৪
(৩৯:৭৪)