IQNA

কুরআন প্রচার অভিযানের শিরোনাম: "ফাতহ" / পর্ব–২১

সূরা আলে ইমরানের আয়াত ১৩৯ তিলাওয়াত (তারতীল) আলী আকবর কাজেমির কণ্ঠে + ভিডিও

ইকনা- আন্তর্জাতিক কুরআন শিক্ষক ও বিচারক আলী আকবর কাজেমি, আন্তর্জাতিক কুরআন বার্তা সংস্থা (ইকনা)-এর উদ্যোগে আয়োজিত কুরআন প্রচার অভিযান "ফাতহ"-এ অংশগ্রহণের লক্ষ্যে সূরা আলে ইমরানের আয়াত ১৩৯ তিলাওয়াত করেছেন।

 

ইকনার প্রতিবেদনে বলা হয়েছে: যখন সিয়োনিস্ট শাসকগোষ্ঠী ইসলামি প্রজাতন্ত্র ইরানে হামলা চালাচ্ছে এবং ইসলামি বিপ্লবের শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইরানি জনগণের মনোবল দুর্বল ও হতাশা সৃষ্টি করতে চাচ্ছে, তখনই এই "ফাতহ" কুরআনি অভিযান শুরু হয়েছে আন্তর্জাতিক কুরআন বার্তা সংস্থার (ইকনা) উদ্যোগে।

এই পয়শের লক্ষ্য হল ইসলামি বিপ্লবের রক্ষাকারী যোদ্ধাদের মনোবল বৃদ্ধিকরণ, সমাজে আশা ও প্রশান্তির বিস্তার এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে কুরআনের বার্তা ছড়িয়ে দেওয়া।

প্রবীণ, তরুণ এবং সক্রিয় কুরআন পাঠকেরা এই পয়শে অংশগ্রহণের জন্য সূরা ফাতহ-এর প্রারম্ভিক আয়াতসমূহ, সূরা আলে ইমরানের আয়াত ১৩৯, সূরা নাসর এবং অন্যান্য আয়াত তিলাওয়াত করে সেই ভিডিও fathadmin ঠিকানায় (ইটা, বালে এবং অন্যান্য বার্তাপ্রেরণ অ্যাপে) পাঠাতে পারবেন।

এই ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে আলী আকবর কাজেমি, আন্তর্জাতিক কুরআন শিক্ষক ও বিচারক, সূরা আলে ইমরানের আয়াত ১৩৯ তিলাওয়াত করেছেন, যা নিচে উপস্থাপন করা হলো:
4295848#

captcha