IQNA

কোরআনের সাথে জান্নাতের পথে

আরবাইন কোরআনি কাফেলা; ইমাম হুসাইনের (আ.) ভক্তগণ + ভিডিও

ইকনা- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি ও আরবাইন কোরআনি কাফেলার সদস্য সৈয়দ মুস্তাফা হোসেইনি আরবাইন কোরআনি–জনগণীয় কাফেলায় উপস্থিত শ্রোতাদের সামনে সুরা ফজরের শেষ আয়াতসমূহ তেলাওয়াত করেছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি ও আরবাইন কোরআনি কাফেলার সদস্য সৈয়দ মুস্তাফা হোসেইনি আরবাইন কোরআনিজনগণীয় কাফেলা উপস্থিত শ্রোতাদের সামনে সুরা ফজরের শেষ আয়াতসমূহ তেলাওয়াত করেছেন।

তিনি উল্লেখ করেন যে, আরবাইনের পথে পায়ে হেঁটে যাত্রাকালে কোরআন তেলাওয়াত করা আসলে ইমাম হুসাইন (আ.)এর জীবনধারা ও আচরণের অনুসরণ।3494290

 

 

 

captcha