IQNA

কুরআনের সঙ্গে জান্নাতের পথে/৭

হিল্লায় ইরানি কারীর তিলাওয়াত + ভিডিও

14:47 - August 20, 2025
সংবাদ: 3477917
সeyyed মোহাম্মদ হোসেইনিপুর; ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওয়াকফ সংস্থার আয়োজিত ৪১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী, ইরাকের হিল্লা শহরে অনুষ্ঠিত আরবাঈনের কুরআনি কাফেলায় অংশ নিয়ে কুরআন তিলাওয়াত করেছেন।

ইকনার প্রতিবেদন অনুযায়ী, আরবাঈনের কুরআনি কাফেলা, যা "ইমাম রেজা (আ.) কাফেলা" নামে পরিচিত,  ৮ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাজাফ আশরাফ থেকে কারবালা মুআল্লা পর্যন্ত আরবাঈনের পায়ে হাঁটার পথে নানাবিধ কুরআনি অনুষ্ঠান আয়োজন করেছে।

এই কুরআনি কাফেলার অন্যতম সদস্য ছিলেন সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনিপুর; যিনি ইরানের ৪১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি আরবাঈনের এই সফরে বিভিন্ন মাওকিবে উপস্থিত হয়ে কুরআন তিলাওয়াত করেন।

হোসেইনিপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিলাওয়াতগুলির একটি অনুষ্ঠিত হয় ইরাকের হিল্লা শহরে "হোসাইনিয়া-এ-জাঞ্জানি" তে, যা স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের ব্যাপক সাড়া পায়। এছাড়া মাশহাদে বসবাসরত কুরআনের প্রখ্যাত কারী উমিদ হোসেইনিনেজাদও এই সফরে হোসেইনিপুরের সঙ্গে কুরআন তিলাওয়াতের সময় উপস্থিত থেকে তাকে সঙ্গ দিয়েছেন। যার ভিডিও নিচে দেওয়া হলো। 4300828

 

captcha