IQNA

ওহির সুরে:

“যে আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য আল্লাহই যথেষ্ট”

ইকনা- পবিত্র কোরআনের সূরা ত্বালাকের ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন—

...وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا ﴿۳﴾
 
“আর যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাঁর কাজ সম্পন্ন করেন। আল্লাহ তো প্রত্যেক কিছুর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে রেখেছেন।” (সূরা ত্বালাক, আয়াত ৩)
এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জীবনের সকল পরিস্থিতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও নির্ভরতা রাখাই মুমিনের প্রকৃত শক্তি। আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না, এবং তিনি প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ও সময় নির্ধারণ করে রেখেছেন।
 
 
captcha