IQNA

চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন

ইকনা- আল্লাহ মানুষের আত্মা কবজ করেন যখন তাদের মৃত্যু হয়, আর যাদের মৃত্যু এখনো নির্ধারিত হয়নি—তাদের আত্মা তিনি ঘুমের সময় গ্রহণ করেন।

আয়াত:

اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَى إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

বাংলা অর্থ:
আল্লাহ মানুষের আত্মা কবজ করেন যখন তাদের মৃত্যু হয়, আর যাদের মৃত্যু এখনো নির্ধারিত হয়নিতাদের আত্মা তিনি ঘুমের সময় গ্রহণ করেন। পরে যাদের মৃত্যুর হুকুম জারি হয়েছে তাদের আত্মা তিনি স্থায়ীভাবে ধরে রাখেন, আর বাকিদের নির্ধারিত সময় পর্যন্ত ফিরিয়ে দেন। নিঃসন্দেহে এতে চিন্তাশীলদের জন্য রয়েছে স্পষ্ট নিদর্শন।

(সূরা যুমার, আয়াত ৪২)

captcha