
এই কাজটি মরহুম সাইয়েদ আবুল কাসেম মুসাভী কাহারের দোয়া পাঠের শৈলীতে তৈরি করা হয়েছে এবং মুহাম্মাদ ইসলামীর সুরারোপণে “আবরী স্টুডিও”তে রেকর্ড করা হয়েছে। এই পুনরায় পাঠে বিভিন্ন কণ্ঠের সম্মিলিত সুর ও সমস্বরের কৌশলগুলোকে সর্বোত্তমভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
এই নতুন কাজটি ভক্ত ও শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে।