IQNA

কোপেনহেগেন মিউজিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে;

"ইসলামী শিল্পে মানুষের ব্যক্তিত্ব" প্রদর্শনী

16:49 - December 24, 2017
সংবাদ: 2604632
আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনর ডেভিড কালেকশন্স মিউজিয়ামে "ইসলামী শিল্পে মানুষের ব্যক্তিত্ব; পবিত্র পুরুষগণ, যুবরাজগণ এবং সাধারণ মানুষ" শিরোনামে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

বার্তা সংস্থা ইকনা: এই প্রদর্শনী ২০১৮ সালের ১৩ই মে থেকে শুরু হবে। প্রদর্শনীতে ইসলামের শুরু থেকে ১৮৫০ সালের অন্তর্গত মোট ৭৫টি শিল্প উপস্থাপন করা হবে। এসকল শিল্পর মধ্যে অনেক শিল্পই এর পূর্বে প্রদর্শিত হয়নি।

এছাড়াও এই প্রদর্শনীতে জ্যামিতিক আকারে বিভিন্ন প্রতীক, অলংকারসামগ্রী, শিল্পসমূহের বিবরণ এবং মুক্ত পেইন্টিং উপস্থাপন করা হবে।

প্রদর্শনীর মূল বিষয় হচ্ছে মুসলিম বিশ্বের উচ্চ স্তরের মানুষের জীবনধারা তুলে ধরা এবং অধিকাংশ শিল্পই মুসলিম শাসকগণ এবং যুবরাজগণ জীবনীর আলোকে।

iqna

 

 

captcha