IQNA

"ক্ষেপণাস্ত্র ইরানের রেডলাইন, এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না"

18:29 - August 31, 2018
সংবাদ: 2606591
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি ক্ষেপণাস্ত্র শক্তিকে আরো জোরদার করার আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্ববাসীর এটা জেনে রাখা উচিত ক্ষেপণাস্ত্র ইরানের রেডলাইন এবং এক্ষেত্রে তেহরান কোনো ছাড় দেবে না।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোট: আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন। তিনি আমেরিকাকে প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং অবিশ্বস্ত হিসেবে অভিহিত করে বলেছেন, ইরান কখনই আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না। আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেয়ার জন্য ইরানের প্রেসিডেন্টকে পার্লামেন্টে ডেকে আনার কথা উল্লেখ করে তেহরানের জুমার নামাজের খতিব আরো বলেন, এ অধিবেশন ছিল ধর্ম ভিত্তিক জনগণের শাসন ব্যবস্থার চমতকার দৃষ্টান্ত। তিনি বলেন, প্রেসিডেন্ট পার্লামেন্টে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ায় ইসলামি শাসন ব্যবস্থাকে দুর্বল করার শত্রুর ষড়যন্ত্র কার্যত ব্যর্থ হয়ে গেছে।

দেশের অর্থনৈতিক সংকট সম্পর্কে আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেন, একমাত্র প্রতিরোধমূলক অর্থনৈতিক নীতি বাস্তবায়নের মাধ্যমেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব।   

iqna

captcha