IQNA

ইসমাইল হানিয়া

রাজনৈতিক হত্যা প্রতিরোধ যোদ্ধাদের বাধা নিরস্ত করতে না

20:19 - February 10, 2022
সংবাদ: 3471411
তেহরান (ইকনা): ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, শহীদ ফিলিস্তিনি তরুণদের রক্ত বৃথা যেতে দেব না।
গত মঙ্গলবার ফিলিস্তিনের নাবলুসে ইহুদিবাদী সেনাদের হামলায় তিন তরুণ শহীদ হয়েছেন। এসব শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসমাইল হানিয়া। এ সময় তিনি আরও বলেন, তাদের রক্ত বৃথা যাবে না। প্রতিরোধ সংগঠনগুলো এর প্রতিশোধ নেবেই।
 
ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানিয়ে তিনি বলেন, শহীদদের এই রক্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে অন্যায় আপোষের পথ থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানাচ্ছে। এই রক্ত শত্রুদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয়ের বিরোধী।
 
হানিয়া বলেন, মানুষ হত্যার নীতি ব্যর্থ হয়েছে এবং হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম থামানো যাবে না।
 
গত মঙ্গলবার ফিলিস্তিনি নম্বরপ্লেটসহ একটি বেসামরিক গাড়ি নিয়ে ইসরাইলের গুপ্ত বাহিনী অন্য একটি গাড়ির ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ওই তিন ফিলিস্তিনি শহীদ হন।
 
নিহত তিন ফিলিস্তিন পশ্চিম তীর-ভিত্তিক আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে নিশ্চিত করেছে সংগঠনটি। তাদের দাফন অনুষ্ঠানে পশ্চিম তীরের হাজার হাজার মানুষ অংশ নেন। iqna
 
captcha