
বার্তা সংস্থা ইকনা: পবিত্র কোরআন ও হাদিস মানুষকে চিন্তা চেতার দিকে দাওয়াত দেয় এবং পবিত্র কোরআন চিন্তাশীলদেরকে বুদ্ধিমান হিসাবে উল্লেখ করেছে।
ভেবেচিন্তে কথা বলা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সঠিকভাবে ভেবেচিন্তে দুই রাকাত নামাজ সাধারণভাবে সারা রাত জেগে নামাজ পড়ার চেয়ে উত্তম।
ইমাম সাদিক (আ.) বলেন. জনৈক ব্যক্তি রাসূলের কাছে উপদেশ চাইতে আসলে তিনি ৩ বার তাকে বলেন তুমি কি তা পালন করবে? লোকটি বলল: জী অবশ্যই। মহানবী বললেন: তুমি কোন কাজ করার পূর্বে ভেবে চিন্তে দেখবে যদি তাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অনুভব কর তাহলে তা করবে নইলে তা বর্জন করবে।
আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেন: যে নামাজে কোন চিন্তার গভীরতা নেই সে নামাজে কোন লাভ নেই। যে কোন চিন্তাভাবনা ছাড়াই কোরান পড়ে তার কোরআন পড়ায় কোন লাভ নেই।
ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম আলী(আ.) বলেন: সব থেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহ এবং তার ক্ষমতা নিয়ে বেশী করে চিন্তা করা।
ইমাম রেজা (আ.) বলেন: বেশী বেশী নামাজ, রোজার নাম ইবাদত নয় ইবাদত হচ্ছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে অধিক চিন্তা করা। সূত্র: shabestan