IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারের তত্ত্বাবধায়ক: আশুরার দিনের শোকানুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে

13:34 - July 07, 2025
সংবাদ: 3477666
ইকনা- হাসান রশীদ জাওয়াদ আল-আবায়েজি ঘোষণা করেছেন: আশুরার দিনে কারবালার শোকানুষ্ঠান অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং ভিড় বা শ্বাসকষ্টের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি।
পবিত্র হুসাইনি দরবারের তত্ত্বাবধায়ক রবিবার এক ঘোষণায় বলেন, আশুরা উপলক্ষে বিশেষ কর্মপরিকল্পনা, বিশেষ করে তাভারিজ মাতমের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
হাসান রশীদ জাওয়াদ আল-আবায়েজি বলেন, আশুরা উপলক্ষে হুসাইনি দরবারের পক্ষ থেকে বাস্তবায়িত পরিকল্পনা, বিশেষত তাভারিজ মাতম, অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি জানান, এই অনুষ্ঠান মহররম মাসের প্রথম রাত থেকে শুরু হয়ে দশম দিন পর্যন্ত অব্যাহত ছিল এবং এতে দেশি-বিদেশি বিপুল সংখ্যক শোকাহত ও যিয়ারতকারীদের অংশগ্রহণ ছিল। এই আয়োজনে ২৪ ঘণ্টা ধরে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে অনুশীলন ও অনুষ্ঠান চলে, যা অত্যন্ত সমন্বিতভাবে এবং শৃঙ্খলার সঙ্গে পরিচালিত হয়।
আল-আবায়েজি বলেন, আশুরার দশম দিনে, বিশেষত তাভারিজ মাতম, শৃঙ্খলার সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন হয়েছে এবং কোনো রকম ভিড় বা দমবন্ধ হওয়ার ঘটনা ঘটেনি। এই সফলতার পেছনে ছিল একটি বৈজ্ঞানিক ও সুনির্দিষ্ট পরিকল্পনার বাস্তবায়ন, যা বিশেষ করে প্রচণ্ড গরমের পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হয়েছে।
তিনি আরও জানান, পবিত্র হুসাইনি দরবার কয়েক মাস আগে থেকেই এ আয়োজনের প্রস্তুতি শুরু করেছিল, যা ছিল ধর্মীয় মারজেয়াতের প্রতিনিধি ও দরবারের ধর্মীয় তত্ত্বাবধায়ক শেখ আব্দুল মাহদি কারবালাইয়ের নির্দেশে। এই পরিকল্পনার বাস্তবায়নে দরবারের বিভিন্ন বিভাগ, প্রতিষ্ঠান ও সংস্থার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা ছিল।
আল-আবায়েজি বলেন, স্বাস্থ্যবিষয়ক একটি বিস্তৃত পরিকল্পনার পাশাপাশি, একটি নমনীয় সেবামূলক প্রোগ্রামও বাস্তবায়িত হয়, যা যিয়ারতকারীদের সকল প্রকার সমস্যা সমাধানে সহায়ক ছিল। এর মধ্যে ছিল আশেপাশের রাস্তায় ছাউনি স্থাপন করে তাপমাত্রা কমানো এবং প্রচুর পরিমাণে কুয়াশা সৃষ্টিকারী ফ্যান স্থাপন করা হয়েছে।
 
captcha