IQNA

ভারতে মূল্যবান কুরআন বিক্রেতা গ্রেপ্তার

20:06 - February 02, 2020
সংবাদ: 2610157
আন্তর্জাতিক ডেস্ক: এক ব্যক্তি স্বর্ণ দিয়ে লেখা পবিত্র কুরআনের সূক্ষ্ম ও নিখুঁত কারুকার্যের এক খণ্ড প্রাচীন পাণ্ডুলিপি বিক্রি করার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ডেইলি পলিটিক্সের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: স্বর্ণ দিয়ে লেখা পবিত্র কুরআনের মূল্যবান এই পাণ্ডুলিপিটি ভারতের গুরকানি সাম্রাজ্যের আমলে লেখা হয়েছে।

রাজস্থানের পুলিশ জানিয়েছে: গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বানওয়ারি মিনা। একটি গ্যাংয়ের মাধ্যমে তারা এই অমূল্য পাণ্ডুলিপিটি বিক্রি করতে চাচ্ছিল। বানওয়ারি মিনা এই গ্যাংয়ের লিডার।

এক পুলিশ অফিসার জানিয়েছে: পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি বিক্রয় করার জন্য বানওয়ারি পূর্বে এক বাংলাদেশির সাথে ১৬ কোটি রুপিতে চুক্তি করেছিল। iqna

captcha