IQNA

বিবিসি ফার্সীর এক মারাত্মক ভুল, তথ্য বিকৃতি ও সংবাদ বিভ্রাট 

20:45 - February 07, 2023
সংবাদ: 3473298
তেহরান (ইকনা): বিবিসি ( ফার্সী ) ইরান সংক্রান্ত এ খবর প্রচার করেছে: "সেনাবাহিনীর অসন্তোষ এবং ব্যাপক হারে পার্সোনেল ও অফিসারদের সামরিক বাহিনী ত্যাগ করার কারণে   
ইসলামী প্রজাতন্ত্রের নেতা আয়াতুল্লাহ খামেনেঈকে [এ বছর ১৪০১ ফার্সী সৌর হিজরী সালে ( মোতাবেক ২০২৩ খ্রিষ্টাব্দ)  ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকীর ( ২২ বাহমান মোতাবেক ১১ ফেব্রুয়ারি) প্রাক্কালে ইরানের বিমান বাহিনী দিবস ১৯ বাহমান ( ৮ ফেব্রুয়ারি ) উপলক্ষে ] বিমান বাহিনীর পার্সোনেল , বৈমানিক ( পাইলট ) ও অফিসারদের আনুষ্ঠানিক সাক্ষাতের পরিবর্তে নাবালেগ ( অপ্রাপ্ত বয়স্কা ) প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের আনুষ্ঠানিক সাক্ষাৎ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ! প্রতিবছর এই দিনে ( ১৯ বাহমান মোতাবেক ৮ ফেব্রুয়ারি যা হচ্ছে ইরানের বিমান বাহিনী দিবস ) বিমান বাহিনীর পাইলট , অফিসার ও পার্সোনেলরা আয়াতুল্লাহ খামেনেঈর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ করতেন । "  --- বিবিসি ( ফার্সী )
এ খবরে বিবিসি মিথ্যা বলেছে এবং তথ্য বিকৃতিও ঘটিয়েছে । প্রকৃত সংবাদ হচ্ছে যে ইরানের সামরিক বাহিনীর পার্সোনেল, অফিসার , বৈমানিক ও সৈনিকরা ইস্তফা দেন নি এবং ইরানী সশস্ত্র বাহিনী থেকে বের হয়েও যান নি । অথচ বিবিসি ফার্সী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেঈর সাথে এ বছর বিমান বাহিনীর পার্সোনেল , বৈমানিক ও অফিসারদের আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত না হওয়ার কারণ হিসেবে তাদের কথিত কল্পিত পদত্যাগ ও সেনাবাহিনী থেকে বের হয়ে যাওয়াটা দেখিয়েছে ও উল্লেখ করেছে। কত বড় ডাহা মিথ্যা বলেছে বিবিসি ফার্সী !!! কারণ আয়াতুল্লাহ খামেনেঈর সাথে বিমান বাহিনীর পার্সোনেল , বৈমানিক ও অফিসারদের আনুষ্ঠানিক সাক্ষাৎ এখনো অনুষ্ঠিত হয় নি এবং তা আগামী কাল বুধবার (১৯ বাহমান মোতাবেক ৮ফেব্রুয়ারি , ২০২৩ ) ইরানী বিমান বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে ।
     উল্লেখ্য যে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেঈর সাথে ইরানী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের এ সাক্ষাত ১৯ বাহমান ( ৮ ফেব্রুয়ারি ) অর্থাৎ বিমান বাহিনী দিবসের ৫ দিন আগে  গত  ১৪ বাহমান ( ৩ ফেব্রুয়ারি ২০২৩ ) শুক্রবার দিবাগত সন্ধ্যারাতে অর্থাৎ ১৩ রজব হযরত আলীর জন্ম দিবসের রাতে অনুষ্ঠিত হয়েছে। অথচ বিবিসি ( ফার্সী ) ইরানের বিমান বাহিনী দিবসের তারিখ ( যা হচ্ছে ১৯ বাহমান মোতাবেক ৮ ফেব্রুয়ারি তা ) সম্পূর্ণ ভুলে গিয়ে ও বিস্মৃত হয়ে ১৯ বাহমানের ( ৮ ফেব্রুয়ারি , ২০২৩) পরিবর্তে ১৪ বাহমান ১৪০১ ( ৩ ফেব্রুয়ারি ২০২৩ ) ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেঈর সাথে বিমান বাহিনীর পার্সোনেল ও অফিসারদের আনুষ্ঠানিক সাক্ষাত অনুষ্ঠিত না হয়ে ঐ দিন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল বলে প্রচার করে !!! সম্ভবত : বিবিসি ফার্সীর সংবাদদাতা ঘুমের ঘোরে অথবা মদ খেয়ে বা মাদক দ্রব্য সেবন করে টাল - মাতাল ও নেশাগ্রস্ত অবস্থায় এ রিপোর্ট লিখেছে কি এবং এ কারণেই কি সে ইরানী ফার্সী ক্যালেন্ডার ও তারিখ ঠিক মতো উল্লেখ করতে পারে নি এবং মারাত্মক এ ভুলটা করে বসেছে ?! অথবা  সে বিবিসি (ফার্সী) কর্তৃপক্ষের নির্দেশে এ নির্জলা মিথ্যা খবরটা পরিবেশন করেছে ও লিখেছে যে সেনা পার্সোনেল ও অফিসারদের ব্যাপক হারে সামরিক বাহিনী ত্যাগ করার কারণে বিমান বাহিনী পার্সোনেল , পাইলট ও অফিসার শূন্য হয়ে যাওয়ায় এ বছর ১৯ বাহমান (৮ ফেব্রুয়ারি ) বিমান বাহিনী দিবসে সেনা পার্সোনেলদের আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় নি বরং তার পরিবর্তে ঐ দিন আয়াতুল্লাহ খামেনেঈর সাথে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে !! আর সেই সাথে পাঠক ও শ্রোতৃমণ্ডলীর কাছে বিবিসি ফার্সী নিজেদের রিপোর্ট ও প্রতিবেদন গ্রহণযোগ্য করে তোলার জন্য পূর্ববর্তী কোনো এক বছরে  বিমান বাহিনী দিবস উপলক্ষে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেঈর সাথে ইরানী বিমান বাহিনীর পার্সোনেল , বৈমানিক ও অফিসারদের আনুষ্ঠানিক সাক্ষাতের তোলা ছবির পাশাপাশি এ বছর ১৪ বাহমান ( শুক্রবার ৩ ফেব্রুয়ারি ২০২৩ ) আয়াতুল্লাহ খামেনেঈর সাথে ইরানী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের সাক্ষাৎ অনুষ্ঠানের ছবিটাও প্রকাশ করেছে !
আসলে বিবিসি এ বছর (১৪০১ ফার্সী মোতাবেক ২০২৩ ) ১৪ বাহমানের  (৩ ফেব্রুয়ারি , ২০২৩ ) ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেঈর সাথে ইরানী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের সাক্ষাতের এ খবরটা ১৯ বাহমান ১৪০১ ফার্সী সালের (৮ ফেব্রুয়ারি ২০২৩) খবর বলেই অভিহিত ও প্রচার করেছে ! উল্লেখ্য যে প্রতি বছর ১৯ বাহমান ( ৮ ফেব্রুয়ারি) ইরানের বিমান বাহিনী দিবস উপলক্ষে এ বাহিনীর পাইলট , অফিসার ও পার্সোনেলরা ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেঈর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন এবং এ সাক্ষাত রাতে নয় বরং দিনের বেলায় অনুষ্ঠিত হয় । অথচ ১৪ বাহমান ,১৪০১ ফার্সী ( ৩ ফেব্রুয়ারি , ২০২৩ গত শুক্রবার ) আয়াতুল্লাহ খামেনেঈর সাথে ইরানী প্রাথমিক বিদ্যালয়
 
ের ছাত্রীদের সাক্ষাত দিনের বেলা নয় সন্ধ্যায় মাগরিবের নামাজের ওয়াক্তে অনুষ্ঠিত হয়েছিল এবং তারা ( ছাত্রীরা ) সবাই আয়াতুল্লাহ খামেনেঈর ইমামতিতে মাগরিব ও এশার নামায জামায়াতে আদায় করেছিল । এখানে আরেকটা বিষয় আছে । আর তা হল যে বিবিসি ভবিষ্যতের খবরকে বিগত অতীত দিনের খবর এবং বিগত অতীত  দিনের খবরকে অনাগত ভবিষ্যৎ আগামী দিনের খবর বলেও প্রচার করতে সক্ষম! সত্যি এটা বিবিসির  এক অসাধারণ পেশাগত গুণ ও প্রচার দক্ষতাও বটে !! 
আবার সেই সাথে ভর্ৎসনা ও ছিছি পাওয়ারও যোগ্য এই বিবিসি ফার্সী যা ফার্সী ভাষায় ইরান এবং বিশ্বের ফার্সী ভাষাভাষী দেশ ও অঞ্চলের জন্য সংবাদ ও অনুষ্ঠান মালা প্রচার করে তা কি করে ফার্সী বা ইরানী ক্যালেন্ডারের -( সৌর হিজরী ক্যালেন্ডার) - দিন ও তারিখ ভুল করতে পারল ?!!!
আর আগামী কাল বুধবার দিনের বেলা ১৯ বাহমান ( ৮ ফেব্রুয়ারি ২০২৩) বিমান বাহিনী দিবস উপলক্ষে বিবিসি সহ সকল মিথ্যাচারী , মিথ্যাবাদী এবং প্রকৃত তথ্য ও সংবাদ বিকৃতকারী পশ্চিমা সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহের মুখে চুনকালি মাখিয়ে ও কালিমা লেপে দিয়ে ইরানী বিমান বাহিনীর বৈমানিক , অফিসার ও পার্সোনেলরা ইসলামী বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ খামেনেঈর সাথে সাক্ষাৎ করবেন ।
এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রচার করে এবং তথ্য ও সংবাদ বিকৃতি ঘটিয়ে বিবিসি নিজেকে মিথ্যাবাদী ও সংবাদ বিকৃতকারী বলেই সাব্যস্ত ও প্রতিষ্ঠিত করল । আর এ কারণেই বিবিসিকে ' বিবি ছি ! ' বলা উচিত এবং " হে ঈমানদারগণ ! যদি কোনো ফাসিক ( অবাধ্য অর্থাৎ পাপাচারী মিথ্যাবাদী দুর্নীতি পরায়ণ ) ব্যক্তি তোমাদের নিকট কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আনয়ন করে , তবে তোমরা তা উত্তমরূপে অনুসন্ধান ও যাচাই বাছাই করবে , যাতে অজ্ঞতবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না কর এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য তোমাদের অনুশোচনা করতে ও লজ্জিত হতে হয় । " ----- সূরা -ই হুজুরাতের ৬ নং আয়াতে উল্লেখিত ' ফাসিক' ( অবাধ্য , পাপাচারী মিথ্যাবাদী দুর্নীতি পরায়ণ ) এর বাস্তব নমুনা 'ও হচ্ছে এই বিবিসি ( বিবি ছি ! )। 
 সুতরাং এরপরও  কি বিবিসির ( বিবি ছি ! ) ওপর আর আস্থা রাখা ও নির্ভর করা যায় ? আর বিবিসির ( বিবি ছি ) মতোই হচ্ছে বাদবাকী পশ্চিমা সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বরূপ , স্বভাব ও প্রকৃতি !!
 অতএব বিশ্ববাসীকে অবশ্যই বিবিসি ( বিবি ছি ) সহ সকল মিথ্যাচারী এবং তথ্য ও সংবাদ বিকৃতকারী পশ্চিমা সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে সতর্ক ও সাবধান হতে হবে।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
৭-২-২০২৩
১৯ বাহমান ১৪০১
captcha