IQNA

শেখ নাঈম কাসেম:

ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতির পর ৩,৭০০ বার চুক্তি লঙ্ঘন করেছে

8:02 - July 04, 2025
সংবাদ: 3477645
ইকনা- লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতির পরে এখন পর্যন্ত ৩,৭০০ বেশি বার এ চুক্তি লঙ্ঘন করেছে।
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতির পরে এখন পর্যন্ত ৩,৭০০ বেশি বার এ চুক্তি লঙ্ঘন করেছে।
তিনি বলেন, "দক্ষিণ লেবাননের ফ্রন্ট পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে আমি বলছি — ইসরায়েল যুদ্ধবিরতির পরও তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং ৩,৭০০ বারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।"
তিনি আরও বলেন, “আমরা ইসরায়েলকে ‘না’ বলব এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিজেরাই সমাধান করব। কোনো হুমকিতে আমরা পিছু হটব না এবং কখনোই আমাদের অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দেব না।”
শেখ কাসেম বলেন, "হিজবুল্লাহ তার পথ অব্যাহত রাখবে। আমরা কোনো চাপের কাছে মাথানত করব না, কারণ আমরা ন্যায়ের পক্ষে আছি এবং ইসরায়েলের সামনে কখনো আত্মসমর্পণ করব না।" 4292309
 
captcha