IQNA

আয়াতুল্লাহ ঈসা কাসেম: আয়াতুল্লাহ খামেনেইকে হুমকি দেওয়া মানে সমগ্র মুসলিম উম্মাহকে অপমান করা

7:54 - July 04, 2025
সংবাদ: 3477644
ইকনা- বাহরাইনের শিয়া নেতা ও মর্জায়ে তাকলিদ আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেইকে হুমকি ও অবমাননাকে তীব্র নিন্দা জানান।

 

 

তিনি আয়াতুল্লাহ খামেনেইকে "একজন মহান কুরআনি প্রতীক" এবং "এই যুগের বিরল নেতা" হিসেবে আখ্যায়িত করে বলেন, মুসলিম উম্মাহকে জাগ্রত ও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা তাঁর আন্তরিকতা, কুরআনের প্রতি নিষ্ঠা এবং ইসলামি মর্যাদার প্রতি গভীর আস্থারই প্রতিফলন।

তিনি আরও বলেন, এই সম্মানজনক ব্যক্তিত্বকে অপমান বা হুমকি দেওয়া মানে সমগ্র মুসলিম উম্মাহ, তাদের পবিত্রতা এবং ইসলামী ফিকহের মর্যাদাকেই অপমান করা।

শেখ ঈসা কাসেম ট্রাম্পের বক্তব্যকে “মূর্খতাপূর্ণ, অবিবেচক ও কুফল সম্পর্কে অজ্ঞতার বহিঃপ্রকাশ” হিসেবে অভিহিত করেন এবং বলেন, এটি পুরো মুসলিম উম্মাহ ও আমাদের সব পবিত্রতার বিরুদ্ধে এক ধরনের হুমকি, যা সম্মানিত মুসলিমদের উপর বড় দায়িত্ব আরোপ করে।

এর আগে কুম ও নাজাফের শিয়া আলেমরাও সাহসী ফতোয়া দিয়ে এই অপমানজনক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।4292351#

 

 

captcha