তেহরান (ইকনা): জম্মু ও কাশ্মীরে বসবাসকারী শত শত মুসলমান ২৭শে আগস্ট শনিবার স্বেচ্ছায় তাদের রক্তদানের জন্য "আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.) এর স্মরণে" রক্তদান অভিযানের মনোনীত কেন্দ্রগুলিতে গিয়ে রক্তদান করেছেন। whoishussain.org ওয়েবসাইট দ্বারা এই প্রচারাভিযানটি সংগঠিত হয়েছিল। কাশ্মীর ছাড়াও এই রক্তদান কর্মসূচী একযোগে বিশ্বের বেশ কয়েকটি দেশে বাস্তবায়ন করা হয়েছে।
সংবাদ: 3472383 প্রকাশের তারিখ : 2022/08/31