IQNA

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা + ছবি

13:33 - February 05, 2016
সংবাদ: 2600229
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩য় ফেব্রুয়ারি বাল্টিমোর কাউন্টির ইসলামিক সেন্টার ও মসজিদ পরিদর্শন করেছেন।




বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্টকালের শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসময় তিনি ২০১৬ সালে ইসলাম বিরোধী রিপাবলিকান প্রার্থীদের নিন্দা জানিয়েছেন।

মসজিদ পরিদর্শনকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন: অবশ্যই খ্রিস্টানদের বুঝতে হবে যে, এক ধর্মের ওপর হামলা করা অর্থ হচ্ছে সকল ধর্মের ওপর হামলা করা

এছাড়াও এসময়ে তিনি বলেন: যে রাজনীতি, ধর্মের প্রতি হামলা করে, সেই রাজনীতি পরিহার করতে হবে।

মুসলিম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় ওবামা তাঁদের আশ্বস্ত করে বলেন, ‘মুসলিমরা অন্যান্য ধর্মবিশ্বাসীদের মতোই মার্কিন পরিবারের সদস্য। কোনো রিপাবলিকান রাজনৈতিকের নাম না উল্লেখ করে ওবামা বলেন, যারা আমাদের বিভক্ত করতে চায়, আমাদের উচিত হবে তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করা।

এ সময় সেখানে প্রায় ২০০ মার্কিন মুসলিম প্রতিনিধি ছিলেন। ওবামা তাঁদের উদ্দেশে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি, আপনারা এ দেশের জন্য সম্পূর্ণ উপযুক্ত।

ওবামা গতকাল প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো মসজিদে গেলেন। সাম্প্রতিক সময়ে একাধিক সন্ত্রাসী ঘটনা ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ইসলামবিরোধী মনোভাবের ফলে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ নাটকীয়ভাবে বেড়ে গেছে। এর মধ্যে ওবামার মসজিদে যাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করছে।

বাল্টিমোরের যে মসজিদে ওবামা ভাষণ দেন, সেটি আমেরিকার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মসজিদ। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, তাঁর আনুষ্ঠানিক ভাষণের আগে ওবামা মসজিদের ইমাম ইয়াসিন শেখ ও মার্কিন অসি চালনা দলের একমাত্র নারী মুসলিম সদস্য ইবতিহাজ মোহাম্মদের সঙ্গে আলাদা করে কথা বলেন।

iqna

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা + ছবি

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা + ছবি

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা + ছবি

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা + ছবি

জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা + ছবি

captcha